সাউদার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ম্যাফ ফুটওয়্যার পরিদর্শন

| শনিবার , ৮ জুন, ২০২৪ at ১১:০৮ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা শিল্প সফরে সম্প্রতি পূর্ব নাসিরাবাদ এলাকায় অবস্থিত ম্যাফ ফুটওয়্যার লিমিটেড পরিদর্শন করেছেন।

মূলত ইউনিভার্সিটি থেকে অর্জিত শিক্ষাকে কিভাবে কর্মক্ষেত্রে প্রয়োগ করা যায় এ ব্যাপারে বাস্তব অভিজ্ঞতা অর্জনে এ সফরের আয়োজন করা হয়। একাডেমিক কোর্সের অংশ হিসেবে কোর্স শিক্ষক ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সি. এম আতিকুর রহমান এর সার্বিক তত্ত্বাবধান ও পরিকল্পনায় আয়োজিত এ শিল্প সফরে বিবিএ’র ৬৯ তম ও ৭১তম ব্যাচের ৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।এসময় ফুটওয়্যার শিল্পে মানব সম্পদ ব্যবস্থাপনার ভূমিকা বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার আলোকে ধারণা দেন সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ কর্মকর্তাগণ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহালদায় ভেসে আসা অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত
পরবর্তী নিবন্ধসমৃদ্ধ বাংলাদেশ গড়তে ফলের উৎপাদন বৃদ্ধি করতে হবে