সাউদার্ন ইউনিভার্সিটির সাময়িক অব্যাহতি প্রাপ্ত উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মোজাম্মেল হককে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা এবং সাবেক স্বৈরাচারী সরকারের সহযোগীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে মানববন্ধন করেছেন সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের সকল শিক্ষার্থী, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
গত বুধবার বেলা ১২টায় বায়েজিদ, আরেফিন নগরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস গেটে সকল শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দের অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাময়িক অব্যাহতি প্রাপ্ত উপাচার্য অধ্যাপক ইঞ্জিনিয়ার মোজাম্মেল হকের বিরুদ্ধে সুনির্দিষ্ট ১৪টি অভিযোগসহ বিভিন্ন অসংগতি তুলে ধরে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করেন সকল শিক্ষার্থী, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বক্তারা বলেন, সাময়িক অব্যাহতি প্রাপ্ত ও অবাঞ্ছিত উপাচার্য অধ্যাপক ইঞ্জিনিয়ার মো. মোজাম্মেল হক যদি কোন পেশি শক্তি ব্যবহার করে ক্যাম্পাসে প্রবেশের অপচেষ্টা চালায় আমরা তা প্রতিহত করবো। প্রেস বিজ্ঞপ্তি।