সাউদার্ন ইউনিভার্সিটির ইনডোর গেমস শুরু

| বুধবার , ১২ এপ্রিল, ২০২৩ at ৬:১২ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইনডোর গেমস গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। দুপুরে প্রধান অতিথি হিসেবে গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাউদার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার মো. মোজাম্মেল হক।

বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির কোচেয়ারম্যান আলী ইকরামুল হক রমির সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য প্রফেসর এম মহিউদ্দিন চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির সদস্য সচিব সাইফুল্লাহ্‌ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রফেসর শওকতুল মেহের, প্রফেসর আশুতোষ নাথ, কম্পিউটার সাইয়েন্স বিভাগের প্রধান জাহাঙ্গীর আলম, আইন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইয়াসিন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সাজিদ হাসান, সহকারী পরিচালক (গণ যোগাযোগ) সাইদুল ইসলাম চৌধুরী প্রমুখ। দাবার গুটির চাল দিয়ে ইনডোর গেমস উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার মো. মোজাম্মেল হক ও উপউপাচার্য প্রফেসর এম মহিউদ্দিন চৌধুরী।

এবারের প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৯টি বিভাগের শিক্ষার্থীরা ছাড়াও শিক্ষকশিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীদের তিন শতাধিক প্রতিযোগী বিভিন্ন ক্যাটাগরিতে ৮টি ইভেন্টে অংশগ্রহণ করছে। প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ইঞ্জিনিয়ার মো. মোজাম্মেল হক পড়ালেখার পাশাপাশি আরো ব্যাপকভাবে ছাত্রছাত্রীদেরকে ক্রীড়া চর্চায় মনোনিবেশ করার আহবান জানান।

পূর্ববর্তী নিবন্ধসৌম্যকে নিয়ে আশাবাদী হতে পারছেন না বাশার
পরবর্তী নিবন্ধআইপিএল অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগবে লিটনের