সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর প্রিমিয়ার ক্রিকেট লিগ (এসপিএল) সিজন– ২ এ সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের আরেফিন নগরস্থ স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট মাত্র ২ রানে কম্পিউটার সাইয়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে পরাজিত করে। তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ণ ও আকর্ষণীয় এই ফাইনাল ম্যাচের সেরা পারফর্মারের পুরস্কার পায় বিজয়ী সিভিল ইঞ্জিনিয়ারিং এর বাশার। টুর্নামেন্টের সেরা বোলার, সেরা ব্যাটার এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট– সব পুরস্কারগুলো একাই পান চ্যাম্পিয়ন দলের আশিক। পরে পুরস্কার বিতরণ করেন উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবারের আসরের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেজিষ্ট্রার এ এফ এম মোদাস্সের আলী। সহকারি পরিচালক (স্পোর্টস) সাইফুল্লাহ্ চৌধুরীর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন কো এন্ড একস্ট্রা কারিকুলার কমিটির আহবায়ক মো. জমির উদ্দিন, ডেপুটি রেজিস্ট্রার হেলাল নূর, ডেপুটি ডিরেক্টর (পিআর) সাইদুল ইসলাম চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার আশরাফউল্লাহ্ নবাব, সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর আলম, সহকারি অধ্যাপক জমির আহমেদ, প্রভাষক প্রিয়াম চৌধুরী, মাসুদুর রহমান, মোহাম্মদ আরাফাত, টুর্নামেন্ট পরিচালনা কমিটির কর্মকর্তা ফয়সাল হোসেন বাতিন, সাজিদ আনসারি প্রমুখ। এসপিএল সিজন ২তে সাউদার্ন ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের ১৬টি দল অংশগ্রহণ করে।