সাউদার্ন ইউনিভার্সিটিতে উদ্যোক্তা উন্নয়ন মেলা

| মঙ্গলবার , ২৭ মে, ২০২৫ at ১০:৪৩ পূর্বাহ্ণ

উদ্ভাবনের উদ্দীপ্ত , ভবিষ্যতের শক্তি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ২৫তম উদ্যোক্তা উন্নয়ন মেলা ও প্রতিযোগিতা। ব্যবসায় প্রশাসন বিভাগের বিবিএ ৬৯ ও ৭০ ব্যাচের উদ্যোগে একাডেমিক কোর্সের অংশ হিসেবে গত রোববার ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস, বায়েজিদ আরেফিন নগরে এই মেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের ভাইসচেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপাচার্য (ভারপ্রাপ্ত) . শরীফ আশরাফউজ্জামান, উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, মীর গ্রুপের পরিচালক ইবনাত সিফাত। উপন্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, বিভাগীয় প্রধান ড. মো. সিরাজুল ইসলাম সহ বিভাগের শিক্ষকবৃন্দ। সমাপণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেরিডিয়ান গ্রুপের চেয়ারপারসন কহিনুর কামাল।

প্রধান অতিথি বলেন, ব্যবসায়ীরা শুধু মুনাফা লাভের জন্য ব্যবসা পরিচালনা করেন না বরং অর্থনীতির চাকা সচল রাখতে এবং কর্মসংস্থানের নতুন নতুন ক্ষেত্র তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করেন তারা। তিনি বলেন,আগামীর বাংলাদেশে আপনাদের মতো শিক্ষার্থীরাই অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে।

উপাচাযর্ (ভারপ্রাপ্ত) . শরীফ আশরাফউজ্জামান বলেন, ছাত্রজীবন থেকে উদ্যোক্তা হওয়ার যে মানসিকতা তোমাদের মধ্যে তৈরি হয়েছে তা সত্যিই প্রশংসাযোগ্য। এই ধরনের আয়োজনের মধ্যদিয়ে শিক্ষার্থীরা চাকরি নেয়ার মানসিকতা থেকে বেরিয়ে এসে চাকরি দেয়ার মানসিকতা অর্জনে সক্ষম হবে। তরুণ শিক্ষার্থীরা যদি উদ্ভাবনী শক্তির মাধ্যমে দেশে নতুন নতুন ব্যবসার প্রসার ঘটাতে পারে তাহলে কর্মস্থানের চাপ অনেকাংশে কমে যাবে।

সহকারী অধ্যাপক তাসনিম ইসলামের পরিকল্পনা ও তত্ত্বাবধানে এবার ব্যবসায় প্রশাসন বিভাগের বিবিএ ৬৯ ও ৭০তম ব্যাচের শিক্ষার্থীরা ৯টি স্টলে তাদের নিজেদের আইডিয়া থেকে তৈরিকৃত বিভিন্ন পণ্য সামগ্রী প্রদর্শন করেন। সমাপনী অনুষ্ঠানে সেরা স্টল ও প্রজেক্টকে পুরস্কৃত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম শিশু একাডেমিতে আলোচনা ও পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধআত্মশুদ্ধি ও সমাজ সংস্কারের মধ্য দিয়েই প্রকৃত ধর্মের চর্চা হয়