সাউদার্ন ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের ক্রিকেট উৎসব

| বৃহস্পতিবার , ১ মে, ২০২৫ at ৬:১৩ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইংরেজি বিভাগের উদ্যোগে দিনব্যাপী আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মাঠে আয়োজিত এই টুর্নামেন্টে মোট ১০টি টিম (ছয়টি পুরুষ এবং চারটি মহিলা টিম) অংশগ্রহণ করে। এই ইভেন্টটি কেবল ক্রিকেট প্রতিভাই নয়, বরং বিভাগের প্রাণবন্ত দলগত মনোভাব এবং ঐক্যকেও প্রদর্শন করে। পুরুষ বিভাগে, দল রেনেসাঁ ধারাবাহিকভাবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের পর অবিসংবাদিতভাবে চ্যাম্পিয়ন হয়, যেখানে তারা দিনভর কৌশলগত খেলাধুলা এবং ধারাবাহিক পারফর্মেন্স প্রদর্শন করে। মহিলাদের বিভাগে, ইংলিশ পাওয়ারপাফ তাদের দৃঢ় মনোবলের মাধ্যমে সবার নজর কেড়ে নেয় এবং শেষ পর্যন্ত তাদের বিভাগে চ্যাম্পিয়নশিপ শিরোপা নিশ্চিত করে। উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) . শরীফ আশরাফউজ্জামান, রেজিস্ট্রার, এ এফ এম মোদাচ্ছের আলী, সাধারণ শিক্ষা বিভাগের প্রধান মোহাম্মদ জমির উদ্দিন, ইংরেজি বিভাগের প্রধান, সহ পাঠ্যক্রমিক কার্যক্রমের আহ্বায়ক আরমান হোসেন,সহকারী পরিচালক(ক্রীড়া) সাইফুল্লাহ চৌধুরী সহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধজেলা ক্রীড়া অফিসের এ্যাথলেটিক্স প্রশিক্ষণের উন্মুক্ত বাছাই ৫ মে
পরবর্তী নিবন্ধমির্জাপুর সৈয়দ মসউদ্দৌল্লাহ মাষ্টার স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট শুরু হচ্ছে শীঘ্রই