সাউদার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের বসন্ত বরণ উৎসব সম্প্রতি বায়েজিদ আরেফিন নগরের ক্যাম্পাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসব উপলক্ষে রম্য বিতর্ক, কবিতা আবৃত্তি, ফ্লাশমব, দলীয় নৃত্য, দলীয় সংগীত ও নাটিকা সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উদ্যোক্তা–প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, প্রক্টর এসকে হাবিব উল্লাহ খান এবং বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। বক্তারা বলেন, এরকম একটি সুন্দর আয়োজন সত্যিই প্রশংসনীয় যা শিক্ষার্থীদের দেশিয় ঐতিহ্য ও সংস্কৃতি চর্চা ও রক্ষায় অধিকতর মনোযোগী করে তুলবে। একাডেমিক শিক্ষার পাশাপাশি সহ–শিক্ষা কার্যক্রমে এগিয়ে যাবে সাউদার্নের শিক্ষার্থীরা। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক আরমান হোসাইন। প্রেস বিজ্ঞপ্তি।