সাউদার্ন ইউনিভার্সিটিতে ডিসক্রিট এলিমেন্ট পদ্ধতি বিষয়ে সেমিনার

| বৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:১৪ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের পুরকৌশল বিভাগের উদ্যোগে ‘সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিসক্রিট এলিমেন্ট মেথড বা পদ্ধতির উপযোগিতা’ শীর্ষক সেমিনার সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস, বায়েজিদ আরেফিন নগরের ১নং ভবনের ৪৪০১নং কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক প্রকৌশলী মো. আবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের প্রভাষক প্রকৌশলী অর্ক প্রভ দাশ। সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক সহ শেষ বর্ষের শিক্ষার্থীবৃন্দ। সেমিনারের মূল বক্তা প্রকৌশলী অর্ক প্রভ দাশ ভূমিধসের বিভিন্ন কারণ এবং তার সম্ভাব্য সমাধান স্বরুপ তার মাস্টার্স থিসিস সম্পর্কিত গবেষণা ডিসক্রিট এলিমেন্ট পদ্ধতি নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন প্রাকৃতিক এবং মানব সৃষ্ট দুর্যোগের মধ্যে একটি হলো পাহাড় ও ভূমিধস। টানেল সংশ্লিষ্ট বা পাহাড়বেষ্টিত রাস্তার ক্ষেত্রে ভূমিধসের ভয়াবহতা এড়িয়ে চলতে বিভিন্ন ধরনের প্রাচীর তৈরি করা হয়। ডিসক্রিট এলিমেন্ট পদ্ধতির সবচেয়ে উপযোগী দিক হচ্ছে এর মাধ্যমে পাহাড় ধসের ফলে গড়িয়ে পড়া পাথরের কনার গতিপথ, বেগ ও অভ্যন্তরীণ শক্তি সম্পর্কে জানা যায় এবং এর মাধ্যমে প্রাচীর তৈরির ক্ষেত্রে ভবিষ্যৎ পরিকল্পনা সুপরিকল্পিতভাবে নেয়া সম্ভব হয়। পরিশেষে, বিভাগীয় প্রধান এবং শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে উক্ত সেমিনারের পরিসমাপ্তি ঘটে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনৃত্য বিশ্ব সংস্কৃতির প্রাচীন শিল্পসত্তা
পরবর্তী নিবন্ধপটিয়া নভেল বার্ড স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ