সাউদার্ন ইউনিভার্সিটিতে স্প্রিং সেমিস্টারের নবীনবরণ

| শুক্রবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:৫১ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটির ফল স্প্রিং সেমিস্টারের নবীনবরণ গতকাল বৃহস্পতিবার স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমান। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরী, সদস্য আব্দুস সালাম, সরওয়ার জাহান, অধ্যাপক কামাল উদ্দিন চৌধুরী, অধ্যাপক ড. ইসরাত জাহান, ফেরদৌস ওয়াহিদ বাপ্পী, . শরীফ আশরাফউজ্জামান, অধ্যাপক ড. শরীফুজ্জামান, কলা, অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আল প্রমুখ।

প্রধান অতিথি বলেন, সাউদার্ন ইউনিভার্সিটি নানা দিক থেকে গৌরবোজ্জ্বল ঐতিহ্যের অধিকারী। এই বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়ে সব শিক্ষার্থী দেশ বিদেশে আলো ছড়িয়ে দিচ্ছে। সেই পথ অনুসরণ করে আগামীতে নবীন শিক্ষার্থীরাও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি সঠিক শিক্ষা ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে নিজেদের ক্যারিয়ার সমৃদ্ধ করে দেশের কল্যাণে কাজ করার জন্য নবাগত শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক বলেন, মেধা সবার একই রকম, যারা পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে মেধার সঠিক ব্যবহার করতে পারবে তারাই সফল হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতরুণ-যুব সমাজকে জ্ঞান অর্জনে বেশি বেশি বই পড়তে হবে
পরবর্তী নিবন্ধগ্রামকে শহরে পরিণত করতে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা