সাউদার্ন ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

| সোমবার , ২০ মার্চ, ২০২৩ at ৬:০৬ পূর্বাহ্ণ

নানা আয়োজনে সাউদার্ন ইউনিভার্সিটিতে পালিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস। বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল কবিতা আবৃত্তি, দোয়া মাহফিল ও বিশেষ আলোচনা সভা।

ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে হল রুমে উপউপাচার্য অধ্যাপক এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ ড. শরীফ আশরাফউজ্জামান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল মনসুর চৌধুরী। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদেন ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষবৃন্দসহ কর্মকর্তারা। পরে বঙ্গবন্ধু ও নিহত পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত এবং দেশ, জাতি, প্রতিষ্ঠানের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক সৈয়দ মুহাম্মদ জালাল উদ্দীন আল আযহারী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরমজানে বিদ্যুৎ পানি ও গ্যাস সরবরাহ নিরবচ্ছিন্ন করার আহ্বান
পরবর্তী নিবন্ধএনসিসি ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের গ্রীন ট্রান্সফরমেশন ফান্ড চুক্তি স্বাক্ষর