সাউদার্ন ইউনিভার্সিটিতে সিন্ডিকেটের ৩১তম সভা

| বুধবার , ১৫ মার্চ, ২০২৩ at ১০:১৮ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটির ৩১তম সিন্ডিকেট সভা গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সিন্ডিকেট সভাপতি উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপউপাচার্য অধ্যাপক এম মহিউদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ ড. শরীফ আশরাফউজ্জামান, ট্রাস্টি বোর্ডের সদস্য আব্দুস সালাম , মামুন সালাম, সরওয়ার জাহান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব(কলেজ) মু. ফজলুর রহমান, ইউজিসির সদস্য অধ্যাপক মো. জাকির হোসেন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল মনসুর চৌধুরী, অধ্যাপক প্রকৌশলী আশুতোষ নাথ এবং রেজিস্ট্রার মো. নূর আহমদ।

শুরুতে উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক উপস্থিত সদস্যদের স্বাগত জানান এবং সভার এজেন্ডা নিয়ে আলোচনা করেন। এরপর সভার সার্বিক কার্যবিবরণী ও ইউনিভার্সিটির সার্বিক পরিস্থিতি উপস্থিত সদস্যদের সামনে তুলে ধরেন রেজিস্ট্রার মো. নূর আহমদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি কোয়ান্টাম মেডিটেশন সোসাইটির সেমিনার
পরবর্তী নিবন্ধমরিয়ম আশ্রম উচ্চ বিদ্যালয়ে পাই দিবস পালিত