কাঠমন্ডু, নেপাল থেকে নজরুল ইসলাম
নেপালের কাঠমন্ডুতে আয়োজিত সাউথ এশিয়ান সেপাক টাকরো চ্যাম্পিয়নশিপ শেষ হয়েছে। আর তাতে ভারত দক্ষিণ এশিয়ায় নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে। সাউথ এশিয়ান সেপাক টাকরো চ্যাম্পিয়নশিপের সবকটি শিরোপাই জিতে নিয়েছে ভারত। পুরুষ এবং মহিলা মিলে ছয় ইভেন্টের ছয়টিতেই ভারত চ্যাম্পিয়ন হয়। স্বাগতিক নেপাল রানার আপ হয়েছে পাঁচটিতে। বাংলাদেশ একটি ইভেন্টে রানার আপ হয়েছে। তবে বাংলাদেশ তিনটি ইভেন্টে হয়েছে দ্বিতীয় রানার আপ। শ্রীলংকাকে ফিরতে হয়েছে খালি হাতে। নেপালের রাজধানী কাঠমন্ডুর রঙ্গশালা ইনডোর স্টেডিয়ামে গত তিন ধরে চলে সাউথ এশিয়ান সেপাক টাকরো চ্যাম্পিয়নশিপ। তিন দিনের এই আয়োজন শেষ হয়েছে সমাপনী এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে। এশিয়ান সেপাক টাকরো ফেডারেশনের সাধারন সম্পাদক দাতো আবদুল হালিম পুরস্কার বিতরণ করেন। তিনি আশা প্রকাশ করেন একদিন অলিম্পিকে জায়গা করে নেবে সেপাক টাকরো। অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ান সেপাক টাকরো এসোসিয়েশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের সহ সভাপতি সৈয়দ মোহাম্মদ তানসির, সাধারণ সম্পাদক মো. ফারুক ঢালি, যুগ্ম সম্পাদক লুৎফুল করিম সোহেল। বাংলাদেশ দলের কোচ এবং ম্যানেজারের দায়িত্ব পালন করেন যথাক্রমে সরোয়ার আলম চৌধুরী মনি, ইয়াসির আরাফাত চৌধুরী পাবলু।