সাউথ এশিয়ান সেপাক টাকরো দলে চট্টগ্রামের চার কর্মকর্তা

| মঙ্গলবার , ৩০ জানুয়ারি, ২০২৪ at ৯:৩২ পূর্বাহ্ণ

নেপাল সেপাক টাকরো এসোসিয়েশন আয়োজিত ৫ম সাউথ এশিয়ান সেপাক টাকরো চ্যাম্পিয়নশীপ আগামীকাল ৩১ জানুয়ারী থেকে ২ ফেব্রুয়ারি নেপালের রাজধানী কাঠমুন্ডুতে অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ সেপাক টাকরো পুরুষ ও মহিলা জাতীয় দল অংশগ্রহণ করবে। বাংলাদেশ জাতীয় দলের সাথে অফিসিয়াল হিসেবে নেপাল যাচ্ছেন চট্টগ্রামের চার কর্মকর্তা। তারা হলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও সেপাক টাকরো এসোসিয়েশনের সহ সভাপতি সৈয়দ মোহাম্মদ তানসীর, সিজেকেএস সাবেক কাউন্সিলর ও সেপাক টাকরো এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক লুৎফুল করিম সোহেল, সিজেকেএস কাউন্সিলর ও সেপাক টাকরো এসোসিয়েশনের সদস্য মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী মনি এবং চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত চৌধুরী। উল্লেখ্য এই চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ছাড়াও নেপাল, শ্রীলংকা, ভারত ও পাকিস্তানের জাতীয় সেপাক টাকরো দল অংশ গ্রহন করবে।

পূর্ববর্তী নিবন্ধসিলেটকে হারিয়ে হ্যাটট্রিক জয় চট্টগ্রামের
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৩.০৬ কোটি টাকা