বলিউড অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে প্রবেশের আগে শাহরুখ খানের মান্নাত ছিলো টার্গেট? সাইফ আলীর আগে আততায়ীর টার্গেটে ছিলেন শাহরুখ খান? পুলিশ সূত্রে খবর তেমনই। সাইফের ওপর হামলার আগে মান্নতেও নাকি রেকি করেছিল দুষ্কৃতকারীরা। খবর বাংলানিউজের।
তবে রেলিংয়ের ওপরে থাকা কাঁটাতারের জন্য শাহরুখের বাসভবনে ঢুকতে পারেনি তারা। পুলিশ সূত্রে জানা যায়, গেল ১৪ জানুয়ারি মান্নাতের আশেপাশে সন্দেহজনকভাবে একজনকে ঘোরাফেরা করতে দেখা যায়। ৬–৮ ফুট উচ্চতার একটি মই ব্যবহার করে পাঁচিল টপকে ভিতরে ঢোকার চেষ্টা করে। তবে পাঁচিলের ওপরে থাকা কাঁটাতারের বেড়ায় আটকে পড়ে দুষ্কৃতকারী। তাই আর মান্নাতে ঢুকতে পারেনি সে।
পুলিশের দাবি, মান্নাতে ঢোকার জন্য যে মইটি ব্যবহার করা হয়েছিল তা চুরি করে এনেছিল দুষ্কৃতীকারী। লোহার ওই মইটি যথেষ্ট ভারী। তাই তা একার পক্ষে বহন করা যথেষ্ট কঠিন কাজ।