সাইফুদ্দিন খালেদ খসরুর স্মরণসভার প্রস্তুতি

| বুধবার , ১০ সেপ্টেম্বর, ২০২৫ at ১:১৩ অপরাহ্ণ

প্রগতিশীল আন্দোলনের কর্মী সাইফুদ্দিন খালেদ খসরুর স্মরণসভার প্রস্তুতি সভা গতকাল বিকালে নগরীর চেরাগী পাহাড় মোড়ে অনুষ্ঠিত হয়।

সাইফুদ্দিন খালেদ খসরু নাগরিক শোকসভা প্রস্তুতি কমিটির সদস্য সচিব মো. আতিকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সভাপতি ফারুক তাহের, খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিত বসু, যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মো. শাহ আলম, সমাজ সমীক্ষা সংঘের নির্বাহী পরিচালক কল্লোল দাশ, নজরুল সংগীত শিল্পী সংস্থার সিনিয়র সহসভাপতি দীপেন চৌধুরী, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি টিকলু কুমার দাশ, সাবেক যুবনেতা শিহাব চৌধুরী বিপ্লব, সাবেক যুবনেতা রিপায়ন বড়ুয়া, সমাজ সমীক্ষা সংঘের অতিরিক্ত নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদ মিনহাজ প্রমুখ।

সভায় আগামী ১৩ সেপ্টেম্বর বিকাল ৪টায় নগরীর থিয়েটার ইনিস্টিউট মিলনায়তনে অনুষ্ঠিতব্য স্মরণসভার সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপৌরসভার রেলিং ভেঙে নিচে পড়ে নারী আহত, প্রশাসকের সহায়তা
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা