বাংলাদেশের ক্রিকেটে বিশেষ করে টেস্ট ক্রিকেটে যাদের ভবিষ্যতের তারকা হিসেবে দেখা হয় তাদের অন্যতম সাইফ হাসান। এবারের শ্রীলংকা সফরে বাংলাদেশ দলের ইনিংসের সুচনার দায়িত্ব দেওয়া হয় এই সাইফের উপর। সঙ্গী তামিম ইকবাল। কিন্তু একপ্রান্তে তামিম দুর্দান্ত ব্যাটিং করলেও ঠিক উল্টো পথে হটেছেন সাইফ হাসান। পাল্লেকেল টেস্টের দুই ইনিংসেই চরম ব্যর্থ ডানহাতি এই ওপেনার। করেছেন ০ আর ১ রান। এমন পারফরম্যান্সের পর দলে জায়গা থাকার কথা নয়। তাছাড়া দলে ব্যাকআপ ওপেনার হিসেবে রয়েছেন সাদমান ইসলাম। ২৫ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যানের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজে আছে আবার একটি হাফসেঞ্চুরি। তাই সাইফের জায়গায় সাদমান আসতে পারেন তেমনটি ভাবা হয়েছিল।
তবে সেটা আর হচ্ছে না। আরো একটি সুযোগ পাচ্ছেন সাইফ হাসান। শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো জানালেন আরো একটি ‘লাইফলাইন’ পাচ্ছেন সাইফ। ডোমিঙ্গো মনে করেন, ওপেনিংয়ে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনটা খুব গুরুত্বপূর্ণ। সাদমান বাঁহাতি, তামিমও বাঁহাতি। সেক্ষেত্রে সাদমানকে ওপেনিংয়ে আনলে দুই ওপেনারই বাঁহাতি হয়ে যায়। তাই তামিম-সাইফ জুটিতেই আস্থা রাখতে চান কোচ। সাইফের খেলার ব্যাপারে নিশ্চয়তা দিয়ে ডোমিঙ্গো বলেন, আমি চাই তাকে আরো সুযোগ দিতে। টেস্টে ওপেন করা খুব কঠিন। অনেক ওপেনারেরই দলে ঢুকে নিজের জায়গায় মানিয়ে নিতে সময় লাগে। তাই আমরা চাই তাকে আরেকটা সুযোগ দিতে। তাছাড়া ওপেনিংয়ে ডান-বামহাতি কম্বিনেশনটা বেশ ভালো হয়। তাই সাইফ খেলবে। অপরদিকে আগের টেস্টে ১৬৩ রানের ইনিংস খেলা নাজমুল হোসেন শান্তরও তিন নম্বর জায়গাটা পাকা। দ্বিতীয় টেস্টেও ছয় ব্যাটসম্যান নিয়ে মাঠে নামার ইঙ্গিত দিলেন রাসেল ডোমিঙ্গো। অর্থাৎ চার নম্বর থেকে মোমিনুল হক, মুশফিকুর রহীম আর লিটন দাসের জায়গা তো পাকাই। প্রথম তিনজনের পজিশনেও রদবদল হচ্ছে না পরের টেস্টে। এদিকে সাইফকে অভয় দিয়েছেন টাইগার কোচ। তিনি বলেন সাইফ যেন ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারে সেটা তাকে বলে দেওয়া হয়েছে। এক টেস্টে খারাপ করলেও পরের টেস্টে ফিরে আসার ক্ষমতা রয়েছে সাইফের। তাই আমরা তাকে দিয়ে একটা টেস্ট ওপেন করাতে চাই। যাতে নিজেকে শুধরাতে পারে। আমাদের লক্ষ্য এই টেস্ট জেতা। আর সেটা করতে আমাদের যেসব প্রক্রিয়া করা দরকার সেগুলো আমরা করতে চাই। তিনি বলেন আশা করি সাইফ এই টেস্টে তার সেরাটা দিতে সক্ষম হবে।