সাইনবোর্ডে ইংরেজি লেখায় ১২ প্রতিষ্ঠানকে জরিমানা

আগ্রাবাদে ২০ অবৈধ দোকান উচ্ছেদ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:৫৫ পূর্বাহ্ণ

সাইনবোর্ডে বাংলার পরিবর্তে ইংরেজি লেখায় ১২ ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার নগরের লালখান বাজার থেকে ওয়াসা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এ সময় সাইনবোর্ডগুলোতে কালি লাগিয়ে দেয়া হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। তিনি বলেন, অভিযান অব্যাহত থাকবে।
২০ দোকান উচ্ছেদ : একইদিন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে আগ্রাবাদ জাম্বুরি মাঠ সংলগ্ন কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সামনে থেকে লাকী প্লাজার মোড় পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় রাস্তা, ফুটপাত ও নালার উপর অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ২০টি দোকান উচ্ছেদ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধশিবরাজগিরি নাগাবাবার তিরোধান উৎসব শুরু আজ
পরবর্তী নিবন্ধবাংলাদেশ ৮৮’ প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী