বাংলাদেশের জাতীয় কোন ক্রীড়া ফেডারেশনে আরো একজন সাধারন সম্পাদক হলেন চট্টগ্রামের ক্রীড়া সংগঠক। দাবা ফেডারেশনের সাধারন সম্পাদক হিসেবে সৈয়দ শাহাবুদ্দিন শামীম নির্বাচিত হওয়ার পর এবার সাইক্লিং ফেডারেশনের সাধারন সম্পাদক হলেন চট্টগ্রামের ক্রীড়া সংগঠক তাহের উল আলম চৌধুরী স্বপন। গতকাল গঠিত সাইক্লিং ফেডারেশনের এডহক কমিটিতে সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বপন। এর আগে এই ফেডারেশনের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের এই ক্রীড়া সংগঠক। সাবেক এই কৃতী ফুটবলার চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থারও কাউন্সিলর। এছাড়া তিনি জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাহি কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। সচরাচর চট্টগ্রামের ক্রীড়া সংগঠকরা ফেডারেশনে সাধারন সম্পাদকের দায়িত্ব পান না। তবে সে ক্ষেত্রে ব্যাতিক্রম তাহের উল আলম চৌধুরী স্বপন এবং সৈয়দ শাহাবুদ্দিন শামীম। প্রথমবারের মত কোন ফেডারেশনের দায়িত্ব পাওয়া স্বপন সবার সহযোগিতা কামনা করেন।