সাংস্কৃতিক ফ্যাসিবাদ রাজনৈতিক ফ্যাসিবাদের চেয়ে ভয়ঙ্কর

সিসিএর সাংস্কৃতিক এক্টিভিস্ট সম্মেলনে মাওলানা শাহজাহান

| রবিবার , ২৪ আগস্ট, ২০২৫ at ৮:৪৪ পূর্বাহ্ণ

ইসলামী সংস্কৃতির বিকাশের মাধ্যমে সুস্থ সংস্কৃতি, মুক্তচিন্তা, মানবিক মূল্যবোধ ও ঐতিহ্যবাহী স্বদেশীয় সাংস্কৃতিক ধারা রক্ষায় দেশের সাংস্কৃতিক ফ্যাসিজমকে রুখে দেওয়া এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন রাজনীতিবিদ, সসাস, সাইমুম ও ফুলকুঁড়ির সাবেক চেয়ারম্যান সিসিএ উপদেষ্টা মাওলানা মুহাম্মদ শাহজাহান। তিনি চট্টগ্রাম কালচারাল একাডেমির উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক এক্টভিস্ট সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। গত শুক্রবার সকাল ৯টায় নগরের থিয়েটার ইনস্টিটিউটে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, রাজনৈতিক ফ্যাসিবাদের চেয়ে সাংস্কৃতিক ফ্যাসিবাদ আরো ভয়ঙ্কর। এই ফ্যাসিবাদ একটি জাতির নৈতিক চরিত্রকে গভীর থেকে নষ্ট করে দেয়। সাংস্কৃতিক ফ্যাসিজম মোকাবিলায় সুস্থ সাংস্কৃতিক ধারার এক্টিভিস্টদের আগে কুরআনের কর্মী হতে হবে। কুরআনকে সার্বক্ষণিকের সাথী বানাতে হবে।

সম্মেলনে বিশেষ অতিথি মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, বিশ্বব্যাপী অপসংস্কৃতির জোয়ারের সামনে আমাদের পাল্টা জোয়ার তৈরি করতে হবে। ওদের বয়ানবক্তৃতার পাল্টা জবাব সাংস্কৃতিক কর্মীদেরই দিতে হবে।

সিসিএ সভাপতি সেলিম জামানের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দারসুল কোরআন উপস্থাপন করেন সিসিএ উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার। সিসিএ সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুরের সঞ্চালনায় সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিএসকের মহাসচিব সাইফুল্লাহ মুহাম্মদ সায়েম। প্রতিবেদন উপস্থাপনা করেন মাওলানা এনামুল হক। আবৃত্তি উপস্থাপন করেন সাবেক পারাবার সদস্য মুহাম্মদ পারভেজ। অনুষ্ঠানে অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন সিসিএ নির্বাহী পরিষদ সদস্য আরিফ বিল্লাহ, শাহিদুল করিম খান, মুবারক হোসেন, সিসিএ সদস্য মুহাম্মদ সাঈদুল ইসলাম, মুহাম্মদ রহমত উল্লাহ, শিল্পী জাকির হোসেন, শিল্পী সাফায়াত উল্লাহ, শিল্পী মুহাম্মদ বিন মাসুম, মুহাম্মদ বোরহান উদ্দিন, মুহাম্মদ সাইফুদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলিও ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধমুহিব্বীনে আহলে বাইত ফাউন্ডেশনের স্মরণসভা