সাংবাদিক হাউজিং সোসাইটিতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

| সোমবার , ২৮ জুলাই, ২০২৫ at ৫:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটি প্রাঙ্গণে গতকাল রবিবার সন্ধ্যায় রোটারী ক্লাব অব ইসলামাবাদের সাথে যৌথ উদ্যোগে মাস ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা সোসাইটির সভাপতি এডভোকেট সাংবাদিক সুখময় চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক ও রোটারিয়ান ওসমান গনি মনসুর এবং বিশেষ অতিথি ছিলেন রোটারী ক্লাব প্রেসিডেন্ট ড. আসিফ ইকবাল, সেক্রেটারি পিপি মাহফুজুর রহমান ও পিপি অধ্যাপক ড. মনিরুল হাসান। এছাড়া আলোচনায় আরো অংশগ্রহণ করেন সাংবাদিক সিরাজুল হক, শতদল বড়ুয়া, সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশাদ,, অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম, সরওয়ার কবির চৌধুরী, রোটারেক্ট প্রেসিডেন্ট রিয়াদুল, মোহাম্মদ মফিজুল ইসলাম, এস.এম নুরুচ্ছফা, মোহাম্মদ আলমগীর চৌধুরী, মোহাম্মদ আলমগীর সিকদার, মোহাম্মদ জহিরুল হক, মোহাম্মদ শহীদ উল্লাহ প্রমুখ। বক্তাগণ , বৃক্ষ রোপণের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি এই সাংবাদিক সোসাইটিকে বৃক্ষবান্ধব আবাসিক এলাকায় গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে আ. লীগ নেতা ডা. মান্নান গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধমির্জাখীল হাই স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা