সাংবাদিক সিদ্দিক আহমেদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

| বৃহস্পতিবার , ১৩ এপ্রিল, ২০২৩ at ১০:১৯ পূর্বাহ্ণ

দৈনিক আজাদীর প্রয়াত সহকারী সম্পাদক সিদ্দিক আহমেদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী ছিল গতকাল বুধবার। এ উপলক্ষে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেন সাংবাদিক সিদ্দিক আহমেদ ফাউন্ডেশনের পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। দোয়া ও মোনাজাত করেন পূর্ব গুজরা মোহাম্মদীয়া সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা নজরুল ইসলাম আলকাদেরী।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা শওকত হোসেন, সাংবাদিক সিদ্দিক আহমেদ ফাউন্ডেশনের নব গঠিত পরিচালনা কমিটির সভাপতি শামীম আল আজাদ, সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, সহ সভাপতি নুরুন্নবী মাস্টার, এম রমজান আলী, বেলাল উদ্দিন, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসাইন শাওন, নেজাম উদ্দিন রানা, মো. বেলাল, তানবীর সিদ্দিকী টিপু, রফিকুল ইসলাম, বদিউল আলম, ফিরোজুল ইসলাম চৌধুরী, সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ রশিদী, মোহাম্মদ আনসার উদ্দিন প্রমুখ। এসময় বক্তারা বলেন, মরহুম সিদ্দিক আহমেদ তাঁর আদর্শ ও জীবনাচরণের মধ্য দিয়েই চট্টগ্রামসহ সারাদেশের সাংবাদিক সমাজ ও প্রগতিশীল মানুষের মাঝে তাঁর লেখা ও কর্মের মাধ্যমে আমাদের মাঝে বেঁচে থাকবেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসিতে চালক ও হেলপারদের প্রশিক্ষণ কর্মশালা
পরবর্তী নিবন্ধবৃহত্তর ময়মনসিংহ সমিতি চট্টগ্রামের অভিষেক