সাংবাদিক–সাহিত্যিক বিমলেন্দু বড়ুয়ার ১৮তম মৃত্যুবার্ষিকী আগামীকাল বুধবার। এ উপলক্ষে কাল কাজীর দেউড়িস্থ বাসায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে –প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, স্মরণসভা ও ধর্মালোচনা, সংঘদানানুষ্ঠান। উল্লেখ্য, বিমলেন্দু বড়ুয়া কর্মজীবনের শুরুতে শিক্ষকতা হলেও সাংবাদিকতায় তিনি দীর্ঘ ৪৫ বছর স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীতে অতিবাহিত করেন। সাহিত্যের বিভিন্নধারায় তাঁর সাবলীল দৃপ্ত পদচারণায় বাংলা সাহিত্যের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে নিঃসন্দেহে। ইতিমধ্যে তাঁর প্রায় ২৫ টির মতো বই প্রকাশিত হয়েছে। অপ্রকাশিত থেকে গেছে আরো ২৫ টির অধিক বইয়ের পাণ্ডুলিপি। সাংবাদিক বিমলেন্দু বড়ুয়া মেমোরিয়াল ফাউন্ডেশন তাঁর বর্ণাঢ্য সাহিত্যকৃতি ও সমাজসেবার কর্মকাণ্ডকে ধরে রাখতে বই বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। বরেণ্য ব্যক্তিত্বদের লেখায় সমৃদ্ধ বিমলেন্দু বড়ুয়া স্মারক গ্রন্থ ঢাকা থেকে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।