সাংবাদিক শিরীনকে ইচ্ছা করেই হত্যা করা হয়েছে

ফিলিস্তিনের তদন্ত প্রতিবেদন প্রকাশ

| শনিবার , ২৮ মে, ২০২২ at ৮:১৪ পূর্বাহ্ণ

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সাংবাদিক শিরীন আবু আকলেহকে ইচ্ছা করেই হত্যা করেছে ইসরায়েলের একজন সেনা সদস্য। ফিলিস্তিনের একটি তদন্ত প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। পশ্চিম তীরের রামাল্লাহ শহরে এক সংবাদ সম্মেলনে তদন্তের ফলাফল ঘোষণা করেন ফিলিস্তিনের অ্যাটর্নি জেনারেল আকরাম আল-খতিব। খবর বাংলানিউজের।
এ সময় তিনি বলেন, হত্যা করার উদ্দেশ্যে দখলদার বাহিনী শিরীনকে গুলি করেছে। যে বুলেট দ্বারা শিরীনকে হত্যা করা হয়েছে সেটি ৫.৫৬ এমএম এবং এর চারপাশ স্টিলের আবরণ দিয়ে ঢাকা। সাধারণত ন্যাটো বাহিনী এ ধরনের বুলেট ব্যবহার করে। ফিলিস্তিনের অ্যাটর্নি জেনারেল জানান, তাদের তদন্তে জানা গেছে- সাংবাদিক শিরীন যখন পালিয়ে যাচ্ছিলেন তখন একজন ইসরায়েলি সেনা তাকে সরাসরি গুলি করে, যেটি তার কপালে লাগে। শিরীন যে জায়গাটিতে গুলিবিদ্ধ হন, সেখানে কোনো গোলাগুলি হয়নি কিংবা কোনো পাথর ছোঁড়ার ঘটনা ঘটেনি। যে বুলেট দ্বারা শিরীনকে হত্যা করা হয়েছে সেটি ইসরায়েলি বাহিনীর দিক থেকে এসেছে উল্লেখ করে ফিলিস্তিনের অ্যাটর্নি জেনারেল বলেন, শিরীন যে জায়গাটিতে গুলিবিদ্ধ হয়েছেন সেখানে একটি গাছে গুলির চিহ্ন পাওয়া গেছে। গুলি যে উচ্চতায় আঘাত করেছে সেটি দেখে বোঝা যাচ্ছে শিরীনের দেহের উপরের অংশে টার্গেট করেছিল বন্দুকধারী। যদিও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এই প্রতিবেদন খারিজ করে দিয়েছেন। এই দাবিকে ‘সুস্পষ্ট মিথ্যা’ বলে বর্ণনা করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধশোকে মারা গেলেন স্বামী
পরবর্তী নিবন্ধলাদাখে নদীতে সেনাবাহিনীর গাড়ি, নিহত ৭