সাংবাদিক বিমলেন্দু বড়ুয়া ছিলেন সব মহলে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব

স্মারক বক্তৃতায় বক্তারা | বৃহস্পতিবার , ১৯ জানুয়ারি, ২০২৩ at ৬:২৩ পূর্বাহ্ণ

সাহিত্যিকসাংবাদিক বিমলেন্দু বড়ুয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র (সিএইচআরসি)’র উদ্যোগে স্মারক বক্তৃতা গত ১৭ জানুয়ারি চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কেন্দ্রের উপদেষ্টা দুলাল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে ও সিএইচআরসির সভাপতি সোহেল মো. ফখরুদদীন সঞ্চালনায় স্মারক বক্তৃতার আয়োজন করা হয়। এতে স্মারক বক্তা ছিলেন ইতিহাসবিদ ড. শ্রীজ্ঞান বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন ইউএসটিসির প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া। উদ্বোধন করেন প্রকৌশলী মৃণাল কান্তি বড়ুয়া। প্রধান আলোচক ছিলেন জাপানের নুরুল ইসলাম।

আলোচনায় অংশ নেন, অধ্যাপক আবদুল আলীম, অধ্যাপক শামসুদ্দিন শিশির, অধ্যাপক সচ্চিদানন্দ রায় চৌধুরী, . সবুজ বড়ুয়া শুভ, এম এ হাশেম রাজু, প্রদীপ কুমার বড়ুয়া আনন্দ, প্রকৌশলী পরিতোষ বড়ুয়া, ভাস্কর ডি কে দাশ মামুন, অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস কুতুবী, অরবিন্দ বড়ুয়া, লায়ন সমীরণ বড়ুয়া, সজল কান্তি দাশ, সৈয়দ শিবলী ছাদেক কফিল, অধীর বড়ুয়া, কবি আবু মুসা চৌধুরী, লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, দেলোয়ার হোসেন মানিক, সাফাত বিন সানাউল্লাহ, অধ্যক্ষ দীপক তালুকদার, অধ্যাপক সঞ্জীব বড়ুয়া, প্রধান শিক্ষক নীহারেন্দু বড়ুয়া, সিরাজুল ইসলাম চৌধুরী, সুযশময় চৌধুরী, সমীরণ সেন, মো. নজরুল ইসলাম, অধ্যাপক দিদারুল আলম, রেখা বড়ুয়া, শৈবাল বড়ুয়া, সরিৎ বড়ুয়া সাজু প্রমুখ।

স্মারক বক্তা ড. শ্রীজ্ঞান বড়ুয়া বলেন, সাংবাদিকতার মতো মহান পেশাকে বিমলেন্দু বড়ুয়া আজীবন মর্যাদাকর পেশা হিসেবে ধরে রেখেছিলেন। তিনি সব মহলে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। সভায় বক্তারা বোয়ালখালী উপজেলায় বিমলেন্দু বড়ুয়ার জন্মভূমির স্মৃতিকে ধরে রাখতে একটি সড়কের নাম ‘সাংবাদিক বিমলেন্দু বড়ুয়া সড়ক’ নামে নামকরণের প্রস্তাব করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরকার পতন ঘটানোর ক্ষমতা বিএনপির নেই : কাদের
পরবর্তী নিবন্ধজোবাইদা খাতুন