সাংবাদিক নেতা মোল্লা জালালকে গ্রেপ্তার

| মঙ্গলবার , ৫ নভেম্বর, ২০২৪ at ১১:০৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মোল্লা জালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ নভেম্বর) সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর মোল্লা জালালকে ওইদিনই আদালতে নিয়ে যাওয়া হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে চারদিন আগে শাহবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

২০১৮ সালের ১৩ জুলাই ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছিলেন মোল্লা জালাল। আর মহাসচিব হয়েছিলেন শাবান মাহমুদ।

পূর্ববর্তী নিবন্ধক্ষমতা দখলের পর চীনে প্রথম সফরে যাচ্ছেন মিয়ানমারের জান্তা প্রধান
পরবর্তী নিবন্ধপেকুয়ায় শ্রমিকদল নেতা শওকত হত্যা মামলার আসামি গ্রেফতার