সাংবাদিক নিপুল কুমার দের বড় ভাইয়ের মৃত্যু

| বুধবার , ১ মার্চ, ২০২৩ at ১০:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য এবং চট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক নিপুল কুমার দের বড়ভাই বিপুল কুমার দে (৫১) গতকাল মঙ্গলবার বিকেল ৫ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে কুমিল্লার দাউদকান্দি এলাকায় তিনি শেষনি:শ্বাস ত্যাগ করেন। তিনি মা, স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, ৪ ভাই ও ১ বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বিপুল কুমার দে পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি গ্রামের স্বর্গীয় অনিল চন্দ্র দের দ্বিতীয় পুত্র। মঙ্গলবার রাতে পটিয়া গ্রামের বাড়িতে তার দাহকার্য সম্পন্ন হয়।

তার মৃত্যুতে চট্টগ্রাম প্রেস প্রেস ক্লাব সভাপতি সালাহ্‌উদ্দিন মো. রেজা ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক শোক প্রকাশ করে প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন। এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদ ইউনুচ কুতুবী
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম সমিতি-ঢাকার সাবেক সভাপতি আবু আলম চৌধুরীর ইন্তেকাল