দৈনিক আজাদীর হাটহাজারী প্রতিনিধি কেশব কুমার বড়ুয়ার মাতা রানী বালা বড়ুয়া (৯০) গতকাল মঙ্গলবার সকাল ৮ টায় পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি এক পুত্র, এক কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। রানী বালা বড়ুয়ার মৃত্যুতে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, মে. জে. (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, খাদিজাতুল আনোয়ার সনি এমপি, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম প্রমুখ গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।












