স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীর সাবেক চিফ রিপোর্টার ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম ওবায়দুলের হকের ছেলে সিনিয়র সাংবাদিক ইব্রাহিম আজাদ মারা গেছেন। গতকাল রাত সাড়ে ৭টার দিকে রাজধানীর নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিছুদিন আগে একটি বেসরকারি হাসপাতালে তার হার্টে রিং লাগানো হয়েছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে যান। আজ বেলা ১১ টায় জাতীয় প্রেস ক্লাবে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এছাড়া বাদে এশা চট্টগ্রামের হাটহাজারীর ধলই ইউনিয়নের হাধুরদীঘি গ্রামের বাড়িতে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। উল্লেখ্য, ভোরের কাগজ দিয়ে সাংবাদিকতা শুরু করেন সিনিয়র সাংবাদিক ইব্রাহিম আজাদ। ১৯৯৯ সালে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠালগ্নে প্ল্যানিং এডিটর হিসেবে যোগ দিয়ে সমপ্রচার সাংবাদিকতা শুরু করেন ইব্রাহিম আজাদ। এরপর মাঝে ইটিভি বন্ধ হয়ে যাওয়ায় একই পদে এটিএন বাংলায় যোগ দেন তিনি। পরবর্তীতে সেখানে বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। নতুন মাত্রায় সমপ্রচার শুরু করলে ফের ইটিভিতে বার্তা সম্পাদক পদে ফেরেন তিনি। পরে হেড অব নিউজ হিসেবে দায়িত্ব পালন করেন ইব্রাহিম আজাদ। ইটিভির পরে হেড অব নিউজ হিসেবে নিউজ টুয়েন্টিফোর চ্যানেলে যোগ, সেখান থেকে দীপ্ত টিভিতেও একই পদে কাজ করেন। সর্বশেষ তিনি এখন টিভিতে প্ল্যানিং এডিটর হিসেবে যোগ দেন। তবে গত ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি আর চাকরি করেননি।












