পটিয়া উপজেলার রতনপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সাংবাদিক মিয়া মোহাম্মদ আরিফ। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর চট্টগ্রাম ব্যুরোতে বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ও চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য।
সোমবার (১৭ মার্চ) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয় বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলী পরিচালনার জন্য ছয় মাসের জন্য এই এডহক কমিটি অনুমোদন দেয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকার বলে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। এছাড়া কমিটিতে একজন শিক্ষক প্রতিনিধি ও একজন অভিভাবক প্রতিনিধি অন্তর্ভূক্ত রয়েছেন।