সাংবাদিক অপহরণ ঘটনায় মামলা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৫ নভেম্বর, ২০২০ at ৫:৩২ পূর্বাহ্ণ

অপহরণের ঘটনায় কোতোয়ালী থানায় মামলা করেছেন সাংবাদিক গোলাম সরোয়ার। মামলায় তিনি উল্লেখ করেছেন, নিউজ করার কারণেই তাকে অপহরণ করে নির্যাতন করা হয়েছে। ৫০ হাজার টাকা দাবি করেছে অপহরণকারীরা। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে মামলাটি করা হয় বলে আজাদীকে নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি মোহম্মদ মহসীন। মামলায় আসামি করা হয় অজ্ঞাতনামা ছয়জনকে। গোলাম সরোয়ার আজকের সূর্যোদয় চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার। ওসি মহসীন বলেন, মামলায় অজ্ঞাতনামা আসামিদের মধ্যে ২৭ ও ২৮ বছরের দুজনের কথা উল্লেখ করেছেন বাদী। এরমধ্যে একজন মোটরসাইকেল চালক ও অপরজন মোটরসাইকেলের পেছনে ছিলেন। তিনি বলেন, এরমধ্যেই তদন্ত শুরু হয়েছে। কারা তাকে অপহরণ করেছে, অচিরেই তা জানতে পারবো।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আরো ৮০ জনের শনাক্ত
পরবর্তী নিবন্ধরিপাবলিকানদের হাতেই সিনেটের নিয়ন্ত্রণ