সাংবাদিকরা সমাজ উন্নয়নের মূল চালিকাশক্তি

প্রেস ক্লাব বার্ষিক ক্রীড়ার সমাপনীতে সাইফ পাওয়ারটেক এমডি

| সোমবার , ২৬ ডিসেম্বর, ২০২২ at ৮:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরের শীর্ষ টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন বলেছেন, সমাজ উন্নয়ন এবং জাতি গঠনে সাংবাদিকরা সবসময় চালিকাশক্তি হিসেবে কাজ করেন। তাঁরা তাদের কাজের মাধ্যমে পুরো জাতিকে দিকনির্দেশনা দিয়ে থাকেন। সঠিক সংবাদ প্রকাশিত হওয়ার পর অনেকেই নেগেটিভ চিন্তা থেকে সরে আসেন। ব্যবসায়ীদের পাশাপাশি সাংবাদিকদের নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। গতকাল রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে চট্টগ্রাম প্রেস ক্লাবসাইফ পাওয়ারটেক বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তরফদার রুহুল আমিন বলেন, সাইফ পাওয়ারটেক দেশের ক্রীড়াঙ্গণের উন্নয়নে কাজ করার পাশাপাশি বিগত বেশ কয়েক বছর ধরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ক্রীড়ায় সহযোগিতা করে আসছে। ভবিষ্যতেও চট্টগ্রাম প্রেস ক্লাবের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র সহসভাপতি তরফদার রুহুল আমিন আরো বলেন, মহান পেশা সাংবাদিকতাকে কলুষিত করতে কিছু লোক লেগে আছে। তাদের কারণে মূল ধারার সাংবাদিকদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই অবৈধ সাংবাদিকদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানিয়ে তিনি চট্টগ্রাম প্রেস ক্লাবের সকল সদস্যের সহযোগিতা প্রত্যাশা করেন।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব আলী আব্বাস বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ তরফদার রুহুল আমিনের তত্ত্বাবধানে দেশব্যাপী ক্রীড়াক্ষেত্রে জাগরণ সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবে ক্রীড়াযজ্ঞেও তিনি সহযোগিতা করে চলেছেন। সেজন্যে প্রেস ক্লাব সভাপতি সাইফ পাওয়ার টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাসের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাব সাধারণ ফরিদ উদ্দিন চৌধুরী। যুগ্মসম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাবের সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিন মো. রেজা। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু।

এর আগে প্রধান অতিথিকে প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং প্রীতি উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় সাইফ পাওয়ারটেক লিমিটেডের ম্যানেজার (এইচআর) ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ডেপুটি ম্যানেজার সাইফুল আলম,চট্টগ্রাম প্রেস ক্লাবের সহসভাপতি স ম ইব্রাহীম, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, দেবদুলাল ভৌমিক, মনজুর কাদের মনজু, মহসিন চৌধুরী, ক্রীড়া উপকমিটির সদস্য নির্মল চন্দ্র দাশ, আবু জাফর মো. হায়দার, জাকির হোসেন লুলু, মোহাম্মদ ফারুক, খোরশেদুল আলম শামীম, সাইফুল্লাাহ চৌধুরী, রাজেশ চক্রবর্তী, জসিম উদ্দিন ছিদ্দিকী সহ বিপুল সংখ্যক সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসব চেষ্টার মাঝেও ঘাটতি দেখছেন সাকিব
পরবর্তী নিবন্ধযুক্তরাজ্যে বারে বন্দুকধারীর গুলি নারী নিহত