ভারত সরকারের মযার্দাপূর্ণ আইসিসিআর বৃত্তি (২০২৪–২৫) পেয়ে ভারতের গুজরাট বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও চলচ্চিত্র পরিচালনা বিষয়ে উচ্চ শিক্ষার সুযোগ পেয়েছেন চট্টগ্রামের কৃতী সন্তান অভ্র বড়ুয়া। অভ্র বড়ুয়া চবি নাট্যকলা বিভাগের প্রতিষ্ঠাতা শিক্ষক, অধ্যাপক ড. কুন্তল বড়ুয়া ও বিশিষ্ট ওড়িশী নৃত্যশিল্পী, সংগঠক প্রমা অবন্তীর একমাত্র সন্তান।
২০১৯ সালেও ভারতে অনুষ্ঠিত উত্তরবঙ্গের বৃহত্তর উৎসব ‘বস্কো ফেস্ট’র নাট্যোৎসবে স্কুলের প্রতিনিধিত্ব করে অভ্র ১০টি স্কুলের মধ্যে অভিনয়ে প্রথম স্থান অর্জন করেন। একদিনে ৭৫টি ইভেন্ট আয়োজন করে উৎসবটি ‘গিনেস বুক অব ওয়ার্ড রেকর্ডস’–এ জায়গা করে নেয়। এছাড়াও পাঁচটি ভিন্ন ভাষায় গান করে বর্ষসেরা শিক্ষার্থীর খেতাব পেয়েছেন অভ্র। প্রেস বিজ্ঞপ্তি।