প্রত্যেক বছর জুলাই মাসে নারী সংবাদ সংস্থা ‘আইডব্লিউএমএফ’ সাংবাদিকতায় সাহসিকতার জন্য পুরস্কার প্রদান করে থাকে। এবছর বিশেষভাবে সম্মানিত হয়েছেন আফগানিস্তানের সানা আতেফ, ব্রাজিলিয়ান জুলিয়ানা ডাল পিভা, সুদানের ইউসর, মার্কিন প্রযোজক মারিজা এল ফেলিক্স এবং আজারবাইনের আইনুর এলগুনেশ।