সাংবাদিকতায় সাহসিকতা পুরস্কার ২০২৫ পেলেন ৫ নারী

| শনিবার , ২৬ জুলাই, ২০২৫ at ৫:৫৮ পূর্বাহ্ণ

প্রত্যেক বছর জুলাই মাসে নারী সংবাদ সংস্থা ‘আইডব্লিউএমএফ’ সাংবাদিকতায় সাহসিকতার জন্য পুরস্কার প্রদান করে থাকে। এবছর বিশেষভাবে সম্মানিত হয়েছেন আফগানিস্তানের সানা আতেফ, ব্রাজিলিয়ান জুলিয়ানা ডাল পিভা, সুদানের ইউসর, মার্কিন প্রযোজক মারিজা এল ফেলিক্স এবং আজারবাইনের আইনুর এলগুনেশ।

পূর্ববর্তী নিবন্ধরাউজান-হাটহাজারীতে নিম্নাঞ্চল প্লাবিত
পরবর্তী নিবন্ধস্বাস্থ্য সুরক্ষায় সহজ দুইটি ব্যায়াম