চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সাঁতার প্রতিযোগিতার শিরোপা জিতেছে ব্রাদার্স ইউনিয়ন। রানার্স আপ হয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। গতকাল চট্টগ্রাম জেলা সুইমিংপুলে অনুষ্ঠিত দিনব্যাপী প্রতিযোগিতায় ব্রাদার্স ইউনিয়ন ৬টি স্বর্ণ, ৩টি রৌপ্য এবং ১টি ব্রোঞ্জ পদকসহ ১০ টি পদক পেয়ে শিরোপা জিতেছে।
অপরদিকে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ৪টি স্বর্ণ এবং দুটি ব্রোঞ্জ পদক সহ ৬ টি পদক নিয়ে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। ২ টি স্বর্ণ এবং ৩টি রৌপ্য পদকসহ ৫ টি পদক নিয়ে তৃতীয় হয়েছে গোসাইলডাঙ্গা যুব গোষ্ঠী। এম এইচ স্পোর্টিং ক্লাব একটি স্বর্ণ, একটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ পদকসহ তিনটি পদক নিয়ে চতুর্থ হয়েছে। একটি স্বর্ণ পদক নিয়ে পঞ্চম স্থান পেয়েছে সিটি কর্পোরেশন একাদশ। এছাড়া পদক পেয়েছে আরো ৭টি দল। মোট ২৭টি দল এবারের সাঁতার প্রতিযোগিতায় অংশ নেয়। মোট ১৫টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিকেলে প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ–মহাসচিব আশিকুর রহমান মিকু, বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ, বাংলাদেশ অ্যাথলেটিঙ ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টু এবং জিপিএইস ইস্পাত লিঃ এর চীফ কর্পোরেট রিলেশন্স অফিসার শোভন এম শাহাবুদ্দিন রাজ। স্বাগত বক্তব্য রাখেন সিজেকেএস সাঁতার কমিটির সম্পাদক মাহমুদুর রহমান মাহবুব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজেকেএস সহ সভাপতি এবং সাঁতার কমিটির চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। অনুষ্ঠান পরিচালনা করেন সিজেকেএস সাঁতার কমিটির সহ সভাপতি আছলাম মোরশেদ। এছাড়া উপস্থিত ছিলেন সিজেকেএস সহ সভাপতি হাফিজুর রহমান, অ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মশিউর রহমান চৌধুরীসহ সিজেকেএস নির্বাহী কমিটি এবং সাঁতার কমিটির কর্মকর্তাবৃন্দ। এর আগে সকালে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন সিজেকেএস সাধারন সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। এ সময় প্রতিযোগিতার স্পন্সর প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিঃ এর মিডিয়া অ্যাডভাইজার অভীক ওসমানসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।