নগরের পাথরঘাটা এলাকায় অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী তুহিন ও তার সহযোগী তৌসিফকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও ৬০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে পাথরঘাটা বান্ডেল রোডের মা ভবনের সামনে তাদের ধাওয়া দিয়ে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুজন হলেন সৈয়দ মো. তুহিন (৩৪) ও তৌসিফ আহম্মেদ (২৫)। এ সময় তাদের দুই সহযোগী মোস্তফা ও জাকির পালিয়ে যান।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন আজাদীকে জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে কোতোয়ালী থানাধীন পাথরঘাটা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তুহিন ও তৌসিফ নামে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ দুই ছিনতাইকারী ও মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তুহিনের দেহ তল্লাশি করে একটি এলজি, ২ রাউন্ড কার্তুজ ও প্যান্টের পকেট থেকে ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়। তৌসিফের প্যান্টের পকেট থেকে ১০৫ পিস ইয়াবাসহ মোট ৬০৫ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত কার (নং চট্টমেট্রো-ক-০২-০৯৫৭) জব্দ করা হয়।
তিনি জানান, তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী। আসামি তুহিনের বিরুদ্ধে অস্ত্র, মাদক ছিনতাইসহ ১৮টি মামলা রয়েছে। তৌসিফের বিরুদ্ধে আছে দুটি মামলা।