সস্ত্রীক টিকা নিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার

আজাদী প্রতিবেদন | সোমবার , ১ মার্চ, ২০২১ at ১০:৫১ পূর্বাহ্ণ

সস্ত্রীক করোনার টিকা গ্রহণ করেছেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী। গতকাল রোববার সকালে সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালে গিয়ে তিনি টিকা নেন। এ সময় চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে প্রতিবেশীর জন্য উপহার হিসেবে ভারত ২০ লাখ ডোজ টিকা পাঠায় গত ২১ জানুয়ারি। এরপর ২২ ফেব্রুয়ারি আরও ২০ লাখ ডোজের চালান আসে। ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অঙফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই টিকা দেশব্যাপী দেয়া হচ্ছে। চট্টগ্রামে এ পর্যন্ত ২ লাখ ৫৬ হাজার ৫১ জন মানুষ টিকা গ্রহণ করেছেন।
টিকা গ্রহণের পর ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী বলেন, টিকা দিতে পেরে ভালো লাগছে। টিকা দেওয়ার পদ্ধতি খুবই সুশৃঙ্খল। এজন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য বিভাগকে ধন্যবাদ জানান তিনি। সহকারী হাইকমিশনারের স্ত্রী রুনা ব্যানার্জীও টিকা গ্রহণ করে নিজের ভালো লাগার কথা জানান।

পূর্ববর্তী নিবন্ধ৫ বছর পর আলোর মুখ দেখছে অটোমেটিক তেল সরবরাহ কার্যক্রম
পরবর্তী নিবন্ধ৭ই মার্চের ভাষণ বিএনপির স্বীকার করা না করা নিয়ে কিছুই যায় আসে না : হানিফ