সস্ত্রীক করোনায় আক্রান্ত চসিক প্রশাসক

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ৭ জানুয়ারি, ২০২১ at ৮:৩৩ অপরাহ্ণ

এবার সস্ত্রীক করোনায় আক্রান্ত হলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক খোরশেদ আলম সুজন। শুধু তিনি নন তার স্ত্রী ডাক্তার ফজলুল হাজেরা ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক তাহমিনা আক্তারের রিপোর্টও পজিটিভ। দুজনই বাসায় আইসোলেশনে রয়েছেন।

বুধবার (৬ জানুয়ারি) জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) সুজন ও তার স্ত্রীর নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। তবে তাদের কোনো উপসর্গ নেই। তারা দুজনই শারীরিকভাবে সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।

তিনি বলেন, সুজন ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হলেও দুজনই উপসর্গহীন। তারা সুস্থ রয়েছেন এবং বাসায় আইসোলেশনে আছেন। আমার সাথে সন্ধ্যায় কথা হয়েছে।

চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন নগর আওয়ামী লীগের সহ সভাপতি। করোনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত হয়ে যাওয়ার প্রেক্ষিতে চসিকের আগের নির্বাচিত পরিষদ মেয়াদ উত্তীর্ণ। পরে গত বছরের ৫ আগস্ট চসিকের প্রশাসক হিসেবে নিয়োগ পান সুজন। ১৮০ দিনের দায়িত্বপ্রাপ্ত সময়ের মধ্যে ইতোমধ্যে ১৫১ দিন পার করেছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে ফরম সংগ্রহ করলেন ২০ কাউন্সিলর প্রার্থী
পরবর্তী নিবন্ধসিটিজেন ফোরামের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে কম্বল, মাস্ক বিতরণ