সস্ত্রীক করোনার টিকা নিলেন আকরাম খান

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:১১ পূর্বাহ্ণ

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বিসিবি পরিচালক আকরাম খান করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন। গতকাল সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সস্ত্রীক তিনি এই টিকা নেন। টিকা নেওয়ার পর আকরাম খান জানান পরিবারের সবাইকে নিয়ে এই ভ্যাকসিন নেওয়ার ইচ্ছে ছিল। তবে টিকা নেওয়ার বয়সসীমা ৪০ বছর নির্ধারিত হওয়ায় আমরা স্বামী-স্ত্রী এই টিকা নিলাম। টিকা নিয়ে আমরা আনন্দিত। আল্লাহর কাছে দোয়া করি বাংলাদেশের সবাই যেন এই টিকা পান। আকরামের স্ত্রী সাবিনা আকরামও টিকা নিয়ে স্বস্তির কথা জানান।

পূর্ববর্তী নিবন্ধকল্লোল সংঘের ফুটবল ক্যাম্প পরিদর্শন করলেন বাফুফের কর্মকর্তা মঞ্জু
পরবর্তী নিবন্ধব্যাটিংয়ে সেরা মায়ার্স, বোলিংয়ে কর্নওয়াল