সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে ৬৪ সেনা সদস্যকে পদক দেওয়া হয়েছে। গতকাল রোববার ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এসব পদক দেওয়া হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। স্বাধীনতাযুদ্ধে সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত ও মুক্তিযোদ্ধা সেনাসদস্য এবং তাদের আত্মীয়দের সংবর্ধনা দিতে প্রতি বছর সেনাসদর এ অনুষ্ঠান করে থাকে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার–উজ– জামান অনুষ্ঠানে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। আইএসপিআর বলছে, এবার সেনাপ্রধান শান্তিকালীন বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ৯ জনকে সেনাবাহিনী পদক (এসবিপি), ১৭ জনকে অসামান্য সেবা পদক (ওএসপি) ও ৩৮ জনকে বিশিষ্ট সেবা পদক পরিয়ে দেন। খবর বিডিনিউজের।
অনুষ্ঠানের শুরুতে খেতাবপ্রাপ্ত ও মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের মুক্তিযুদ্ধকালীন বীরত্ব এবং শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনাসদস্যদের প্রশংসনীয় কর্মকাণ্ড তুলে ধরা হয়।












