সর্বত্র বাংলা ভাষা প্রচলনের উদ্যোগ নিতে হবে : পেয়ারুল

| শুক্রবার , ২ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:১০ পূর্বাহ্ণ

গণ অধিকার চর্চা কেন্দ্রের উদ্যোগে মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমানের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন পালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম।

তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছে। ভাষা আন্দোলনকে কেন্দ্র করেই মহান মুক্তিযুদ্ধের সংগ্রামে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম ১৯৪৮ সালের ১১ সেপ্টেম্বর বাংলা ভাষা আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হন। আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা পৃথিবীতে স্বীকৃত। তিনি বলেন, যে পাকিস্তানিরা একুশে ফেব্রুয়ারিতে আমাদের সালাম, বরকত, রফিক, জব্বারদের হত্যা করেছিল, সেই পাকিস্তানিরাও এ দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করছে। কিন্তু বাংলা ভাষার প্রচলন যেভাবে হওয়ার কথা ছিল সেটা এখনো আমরা করতে পারিনি। সর্বত্র বাংলা ভাষার প্রচলনের উদ্যোগ নিতে হবে। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহম্মদ, গন অধিকার চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক মশিউর রহমান খান, জানে আলম, হাসান মারুফ রুমী, স্বপন মজুমদার, সিন্সন ভৌমিক, হাসান শহীদ রানা, দিলরুবা খানম ছুটি, এম কায়ছার উদ্দিন, আকাশ দাশ, মীর সাব্বির হোসেন, হেলাল উদ্দিন কবির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅনিরুদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাস্টের সভা
পরবর্তী নিবন্ধরঙিন দিগন্ত দুই বাংলার কবিদের মেলবন্ধন ঘটিয়েছে