আনোয়ারায় পারকি সমুদ্র সৈকতের উন্নয়ন কাজের জন্য আনা পাইলিং মেশিন বোঝাই ১৮ চাকার একটি লোবেড গাড়ি সরু পারকি ব্রিজে আটকা পড়েছে। এতে সৈকতের পর্যটক ও দু’পাড়ের মানুষ ভোগান্তিতে পড়েছে। লোবেডের ধাক্কায় ব্রিজের রেলিং ও ইউং ওয়াল নড়বড়ে হয়ে পড়েছে বলে জানা গেছে। গত শনিবার রাত তিনটার দিকে আটকা পড়া গাড়িটি গতকাল সন্ধ্যা পর্যন্তও সরিয়ে নেয়া সম্ভব হয়নি। স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্র জানায়, পারকি সৈকতে উন্নয়ন কাজের জন্য পাইলিং মেশিন ও বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে ১৮ চাকার (ফরিদপুর চ-৮১-০০৪৩) লোবেড গাড়িটি গত শনিবার রাত তিনটায় পারকি ব্রিজ পারাপারের সময় আটকা পড়ে। স্থানীয়রা জানান, একদিকে ব্রিজটি ছোট ও সরু, অন্যদিকে ব্রিজের দু’পাশে সরকারি জায়গায় স্থাপনা গড়ে ওঠায় মোড়ে গাড়ি ঘুরানোর পর্যাপ্ত জায়গা না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। স্থানীয় বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্ জানান, পারকি সমুদ্র সৈকতের উন্নয়নের জন্য নিয়ে আসা পাইলিং মেশিনসহ ৭৯ টন ওজনের গাড়িটি এ ব্রিজ দিয়ে পার করা ঝুঁকিপূর্ণ। চালক ও হেলপার না দেখে গাড়িটি ব্রিজে তুলে দেয়ায় আটকা পড়ে গেলে শনিবার রাত থেকে অন্য যানবাহন আর চলাচল করতে পারছে না। এতে পর্যটকরাও ভোগান্তির শিকার হচ্ছেন। আনোয়ারা উপজেলা প্রকৌশলী তসলিমা জাহান বলেন, পাইলিং মেশিন বোঝাই ভারী বাহনটির ধাক্কায় পারিক ব্রিজের পূর্বপাশের রেলিং ও ইউং ওয়ালের ক্ষতি হয়েছে। তিনি চালকের অদক্ষতার কারণে এ র্দুঘটনা ঘটে বলে জানান।