ফৌজদারহাট–বায়েজিদ লিংক রোডে পুলিশের স্থাপিত সড়ক ডিভাইডার সরিয়ে ফেলা হয়েছে। এতে সড়কটিতে যান চলাচলে ঝুঁকি সৃষ্টি হয়েছে। স্থানীয় কিছু হোটেল রেস্তোরাঁর মালিকপক্ষ তাদের দোকানে গাড়ি ঢোকানোর সুবিধার জন্য ডিভাইডারের পাথরগুলো সরিয়ে ফেলে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক খবরে জানা গেছে। এ ব্যাপারে নগর পুলিশের একজন কর্মকর্তা গত রাতে আজাদীকে জানান, পুলিশ ঝুঁকির কথা চিন্তা করে ব্যারিয়ারগুলো স্থাপন করেছে। এসব ব্যারিয়ার সরানোর কোনো অধিকার কারো নেই। এ বিষয়ে খোঁজ নিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওই স্থানে যান চলাচলের সময় সকলকে সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি।