অবশেষে নূর আহম্মদ সড়কের ফুটপাতে নির্মাণাধীন স্থাপনার কাজ বন্ধ হয়েছে। একইসঙ্গে সেখানে স্থাপনার জন্য যেসব লোহার খুঁঁটি স্থাপন করা হয়েছিল সেগুলো সরিয়ে নেওয়া হচ্ছে।
গত সোমবার দৈনিক আজাদীর প্রথম পৃষ্ঠায় ‘থেমে নেই ফুটপাত দখল’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এতে কাজির দেউড়ি থেকে নূর আহম্মদ সড়ক হয়ে সামান্য অগ্রসর হলেই হাতের বাঁ পাশে ফুটপাতের উপর স্থাপনা নির্মাণের তথ্য উপস্থাপন করা হয়।
প্রতিবেদনটি দেখে সিটি কর্পোরেশন বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে জানতে পারে সৃষ্টি এড কমিউনিকেশন নামে একটি প্রতিষ্ঠান সেখানে যাত্রীছাউনি নির্মাণ করছিল। পরে প্রতিষ্ঠানটির দায়িত্বশীলদের তলব করা হয় নগর ভবনে। তারা দাবি করে, তাদের সৌন্দর্যবর্ধনের অনুমতি দেওয়া হয়েছিল। সেখানে যাত্রীছাউনি করার বিষয়টিও আছে। তবে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী প্রতিষ্ঠানটির কর্ণধারদের জানিয়ে দেন, ফুটপাতে নতুন কোনো স্থাপনা করতে দেওয়া হবে না। তিনি কাজ বন্ধ করার নির্দেশনা দেন।
বিষয়টি নিশ্চিত করে চসিকের স্টেট অফিসার কামরুল ইসলাম আজাদীকে বলেন, এক বছরেরও বেশি আগে সৃষ্টি এড কমিউনিকেশনের সাথে সৌন্দর্যবর্ধন চুক্তি হয়েছিল। তারা কাজির দেউড়ি থেকে লাভলেইন মোড় পর্যন্ত মিড আইল্যান্ডে সৌন্দর্যবর্ধন করে। একই চুক্তির মধ্যে দুটি যাত্রীছাউনি ছিল। তারা এতদিন সেগুলো করেনি। এখন মেয়র মহোদয়ের বক্তব্য হচ্ছে, চুক্তিতে যাই থাকুক ফুটপাতে আর কিছু করতে দেব না। সৃষ্টি এড কমিউনিকেশনের ওরা এসেছিলেন। তাদের বলে দেওয়া হয়েছে, তারা নতুন কিছু বাস্তবায়ন করতে পারবেন না।
এদিকে গতকাল কোতোয়ালী থানা পুলিশ উপস্থিত হয়ে স্থাপিত খুঁটিগুলো অপসারণ শুরু করে।
কোতোয়ালী থানার ওসি মো. নেজাম উদ্দীন আজাদীকে বলেন, আমরা নিয়মিত ফুটপাত পরিষ্কার করি। মানুষের চলাচলে বাধাগ্রস্ত হয় এমন কিছু থাকলে সরিয়ে দিই। এর অংশ হিসেবে নূর আহম্মদ সড়কের ফুটপাত থেকে সরিয়ে দিয়েছি। স্থানীয় সচেতন লোকজনও সেখানে এগিয়ে আসে।