সরাইপাড়া সিটি কর্পো’ কলেজে ওরিয়েন্টেশন

| শুক্রবার , ২০ অক্টোবর, ২০২৩ at ৫:৪২ পূর্বাহ্ণ

সরাইপাড়া সিটি কর্পোরেশন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন কলেজ অধ্যক্ষ রওশন আখতারের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক কামরুন নাহারের উপস্থাপনায় গত ১৯ অক্টোবর কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর আলহাজ মো. নুরুল আমিন। বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ড. মির্জা মো. আবদুল্লাহ, সহকারী অধ্যাপক এ বি এম মাহাবুবুল হক, সহকারী অধ্যাপক মো. মহিউদ্দীন, সহকারী অধ্যাপক সাহিদা বেগম, রিয়াদ মুজাহিদুল ইসলাম, আবু রাশেদ, মো. আলমগীর আলম, আমিনুল হক সওদাগর। বক্তারা নবীন শিক্ষার্থীদের মানবিক নাগরিক হওয়ার পরামর্শ দেন। ২য় পর্বে প্রভাষক মণিকা বিশ্বাসের উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে প্রাইভেট কারসহ গরু জব্দ, খোঁজ মিলছে না মালিকের
পরবর্তী নিবন্ধবিমান বাহিনীর ৫০তম এন্ট্রির বিমানসেনাদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ