সরস্বতী পূজা আজ

| সোমবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:৩৫ পূর্বাহ্ণ

আজ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী। এজন্য ভক্তবৃন্দ, বিশেষ করে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে মন্দিরে সরস্বতী পূজার আয়োজন করে থাকেন। বাসস জানায়, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সরস্বতী পূজা উপলক্ষে এক বাণীতে হিন্দু সমপ্রদায়ের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

প্রতি বছর মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যাদেবীর বন্দনা করা হয়। সনাতন ধর্মাবলম্বীরা ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী ও শক্তির আধার হিসেবে শ্বেতশুভ্র কল্যাণময়ী সরস্বতী দেবীর আরাধনা ও পূজাঅর্চণা করেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে জেএম সেন হল প্রাঙ্গণে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। পরিষদের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে সকাল ৭ টায় পূজা, ৯ টায় পুষ্পাঞ্জলি, ১১ টায় পিঠা উৎসব ও শীতবস্ত্র বিতরণ, সন্ধ্যা ৫ টায় মাঙ্গলিক আরতি। পিঠা উৎসব ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি থাকবেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) শাকিলা সুলতানা। এছাড়াও এখানে আরো ১১ টি মন্ডপে ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পূজা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধ২৪ ঘণ্টায় নগরে আরো ২৮ জন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধ২৯টি পদে ৬০ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা