সরস্বতী পূজায় বিদ্যা ও সংগীতের দেবীর আরাধনা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:৫৫ পূর্বাহ্ণ

বিদ্যা ও সংগীতের দেবীর আরাধনায় চট্টগ্রামসহ সারাদেশে উৎসবের আমেজে মণ্ডপে মণ্ডপে অনুষ্ঠিত হয়েছে সরস্বতীর পূজা। গতকাল সোমবার সকাল থেকে মণ্ডপগুলোয় ভিড় করতে থাকেন বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা। এছাড়া সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরেও সরস্বতীর আবাহন দেখা গেছে। মহানগর পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, নগরীতে প্রায় ছয়শ মণ্ডপে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে এবার। এর মধ্যে জে এম সেন হল মাঠে একসাথে ১২টি মণ্ডপে পূজার আয়োজন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

মহানগর পূজা উদযাপন পরিষদ : মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিদ্যার দেবী মা সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়। সকালে মাঙ্গলিক পূজা, পুষ্পাঞ্জলি সম্পন্নের পর পিঠা উৎসব ও শীতবস্ত্র বিতরণ পর্ব অনুষ্ঠিত হয়। পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল চন্দ্র নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দীন, সিএমপির এডিসি মাহমুদুল হাসান মামুন, বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন, রাস উৎসব কমিটির আহ্বায়ক আর কে দাশ রুপু, মহানগর পূজা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রত্নাকর দাশ টুনু, শ্রী প্রকাশ দাশ অসিত, হিল্লোল সেন উজ্জ্বল, সহসভাপতি অরুপ রতন চক্রবর্তী, প্রদীপ শীল, বিপ্লব কুমার চৌধুরী, হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, সদস্য বিপ্লব পার্থ, মহানগর পূজা পরিষদের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নটু চৌধুরী, বিপ্লব সেন, বেসরকারি কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস, অর্থ সম্পাদক সুকান্ত মহাজন টুটুল, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক অঞ্জন দত্ত, টিপু শীল জয়দেব, রিপন রায় চৌধুরী, অধ্যাপক অসীম কুমার দে, অমিত ঘোষ, সবুজ দাশ, অ্যাডভোকেট শ্যামল চৌধুরী, অর্পণ চক্রবর্তী, রাসেল দত্ত প্রমুখ। দুপুরে পূজা মণ্ডপ পরিদর্শন করেন সিএমপি ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) শাকিলা সুলতানা। সন্ধ্যায় মাঙ্গলিক সন্ধ্যারতি অনুষ্ঠিত হয়।

জেএম সেন হল প্রাঙ্গণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন সরস্বতী পূজার আয়োজন করে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ : চট্টগ্রাম মেডিকেল কলেজের বাণী অর্চণা অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসীম উদ্দিন, উপাধ্যক্ষ ডা. মোহাম্মদ আবদুর রব, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. তসলিম উদ্দিন,ডা. এস এম সারোয়ার আলম, উপপরিচালক ডা. মো. ইলিয়াস চৌধুরী, ডা. বেলায়েত হোসেন ঢালী।

বাণী অর্চনার সার্বিক তত্ত্ববধান করেন অধ্যাপক ডা. অজয় দেব, অধ্যাপক ডা. সরোজ কান্তি চৌধুরী, অধ্যাপক ডা. সুভাষ মজুমদার। সকালে পূজা, পুষ্পাঞ্জলি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী ও গরীব শিক্ষার্থীদের বিদ্যা সামগ্রী বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজের ৫ম ব্যাচের শিক্ষার্থী সৌরভ দে, তৃষা দে প্রিয়া, প্রাচুর্য্য বিশ্বাস, বাপ্পা দে, আবীর বিশ্বাস, নীলয় ঘোষ, অমিয় সৌরভ কুণ্ড প্রমুখ শিক্ষার্থীদের ব্যবস্থাপনায় অনুষ্ঠান কার্যক্রম পরিচালনা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে যুবদল নেতাকে গুলির পর ছুরিকাঘাত
পরবর্তী নিবন্ধচকরিয়ায় মহাসড়কে তিন দুর্ঘটনা, ইজিবাইক চালক নিহত