সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের দাবির মুখে পদত্যাগ করেছেন বাঁশখালী উপজেলার সরল আমিরিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সিরাজুদ্দৌল্লাহ চৌধুরী ও প্রধান শিক্ষক নুরুল আবছার। গতকাল সকালে প্রাক্তন–বর্তমান শিক্ষার্থী এবং অভিভাবকদের বিক্ষোভ ও তোপের মুখে তারা বিদ্যালয়ের প্যাডে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন। সভাপতি পদত্যাগপত্র দেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এবং প্রধান শিক্ষক পদত্যাগ পত্র দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর। জানা যায়, বিদ্যালয়ে বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনে বিক্ষোভকারীরা ১০ দফা দাবি তুলেন। এরই প্রেক্ষিতে স্কুল সভাপতি ও প্রধান শিক্ষক পদত্যাগ করেন। এ ব্যাপারে সভাপতির দায়িত্বে থাকা সিরাজুদ্দৌল্লাহ চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন । এর আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতির পদত্যাগের দাবিতে গতকাল সকাল থেকে কয়েকদফা মিছিল সমাবেশ করে। পরে বাধ্য হয়ে পদত্যাগ করেন বাঁশখালী উপজেলার সরল আমিরিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সিরাজুদ্দৌল্লাহ চৌধুরী ও প্রধান শিক্ষক নুরুল আবছার।