সরবরাহ সংকট সবজির দাম চড়া

আজাদী প্রতিবেদন | শনিবার , ২ আগস্ট, ২০২৫ at ৬:০৬ পূর্বাহ্ণ

সরবরাহ সংকটের অজুহাতে বাড়ছে সবজির বাজার। গত এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। সবজি ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টি ও বন্যার কারণে উত্তরাঞ্চলীয় জেলাগুলো থেকে সবজির সরবরাহ কমে গেছে। তাই দাম চড়া। সরবরাহ স্বাভাবিক হলে দাম কমে যাবে। গতকাল নগরীর কাজীর দেউড়ি ও ২নং গেট এলাকার কর্ণফুলী কমপ্লেক্সের কাঁচা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে প্রতি কেজির বেগুনের দাম ১০ টাকা টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭০ টাকা, পটল ১০ টাকা বেড়ে ৭০ টাকা, ঢেঁড়স কেজিতে ১০ টাকা বেড়ে ৭০ টাকা, কাঁকরল ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকা, তিতা করলা ১০ টাকা বেড়ে ৯০ টাকা, পেঁপে ৫ টাকা বেড়ে ৪০ টাকা, চিচিঙ্গা ১০ টাকা বেড়ে ৬০ টাকা, বরবটি ১০ টাকা বেড়ে ৯০ টাকা, কচুরলতি ১০ টাকা বেড়ে ৮০ টাকা, মিষ্টি কুমড়া ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪০৫০ টাকায়। এছাড়া প্রতি কেজি আলু বিক্রি হয়েছে ২০ টাকায়।

কাজীর দেউড়ি কাঁচা বাজারে সবজি বিক্রেতা মোহাম্মদ আজম দৈনিক আজাদীকে বলেন, উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় সবজির উৎপাদন কমতে শুরু করেছে। এছাড়া গ্রীষ্মকালীন সবজির সরবরাহ এখনও পুরোদমে শুরু হয়নি। আগামী সপ্তাহে সরবরাহ বাড়তে পারে। তখন আশা করি দাম কমে যাবে।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়ার মহিউদ্দিন হত্যা মামলার প্রধান আসামি সাতকানিয়ায় গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধরাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন