সরবরাহ বেড়েছে, তবুও চড়া শীতকালীন সবজির দাম

অস্থির পেঁয়াজের বাজার

আজাদী প্রতিবেদন | শনিবার , ৬ ডিসেম্বর, ২০২৫ at ৪:৪৯ পূর্বাহ্ণ

নগরীর কাঁচা বাজারগুলোতে এখনো চড়া দামে বিক্রি হচ্ছে শীতকালীন সবজি। অথচ গত এক সপ্তাহের তুলনায় শীতকালীন সবজির সরবরাহও বেড়েছে। অন্যদিকে স্থিতিশীল আছে মুরগি ও মাছমাংসের বাজার। তবে গত এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৪০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। নগরীর কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে বিভিন্ন ধরনের দেশি পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৩০১৪০ টাকায়। অপরদিকে আলু বিক্রি হচ্ছে ২০ টাকা, দেশি রসুন ৮০১১০ টাকা, চীনা রসুন ১৭০১৮০ টাকা, চীনা আদা ১৮০২০০ টাকা, ভারতীয় আদা মান ভেদে ১৪০১৬০ দরে বিক্রি হচ্ছে।

অপরদিকে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম কমেনি। বর্তমানে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে শিম ৮০ থেকে ১২০ টাকায়, ফুলকপি বিক্রি হচ্ছে ৭০ টাকা, বাঁধাকপি ৬০ টাকা, ভারতীয় টমেটো ১৫০১৬০ টাকা, দেশি টমেটো ১২০ টাকা, বেগুন ৭০৮০ টাকা, নতুন আলু ৮০৯০ টাকা, পেঁয়াজ পাতা ১০০ টাকা, শসা ৮০৯০ টাকা, কাকরল ৮০১০০ টাকা, ঢেঁড়স ১০০১২০ টাকা, দেশি পটল ১২০ টাকা, চিচিঙ্গা ৭০৮০ টাকা, বরবটি ৮০১০০ টাকা, কচুর লতি ৮০ টাকা, মূলা ৫০৬০ টাকা, কচুরমুখী কাঁচা মরিচ ১০০১২০ টাকা, পেঁপে ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা এবং মানভেদে প্রতিটি লাউ ৮০১২০ টাকায় বিক্রি হচ্ছে।

কাজীর দেউড়ি বাজারের সবজি বিক্রেতা মোহাম্মদ আজম বলেন, শীতকালীন সবজির বাজার আগের তুলনায় কমেছে। সামনে আরো কমবে।

সবজি ক্রেতা মো. রায়হান উদ্দিন বলেন, ডিসেম্বরের এই সময়টাতে শীতকালীন সবজির দাম কমে যাওয়ার কথা। অথচ এখনো বেশি দামে সবজি বিক্রি হচ্ছে। এটি অস্বাভাবিক।

অপরদিকে বর্তমানে প্রতি গরুর মাংস হাঁড়সহ বিক্রি হচ্ছে ৮০০ টাকা এবং হাঁড়ছাড়া বিক্রি হচ্ছে ৯০০ টাকায়। এছাড়া খাসির মাংস ১ হাজার ৩০০ টাকা কেজিতে। ব্রয়লার মুরগি ১৫০১৬৫ টাকা, কক মুরগি ২৪০২৭০ টাকা, লেয়ার মুরগি ২৭০৩০০ টাকা এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। এছাড়া মুরগির ডিম ডজনপ্রতি বিক্রি হচ্ছে ১২০ টাকায়। মাছের বাজারে দেখা গেছে, বর্তমানে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ১০০ থেকে ২ হাজার ৫০০ টাকা, রুই ৩৫০৪৫০ টাকা, কাতল ৩৫০৪৮০ টাকা, চিংড়ি মাছ ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা, কাঁচকি মাছ ৪০০৫০০ টাকা, কৈ মাছ ২৫০৫০০ টাকা, পাবদা ৪০০৮০০ টাকা, বোয়াল মাছ ৫৫০ থেকে ১ হাজার টাকা, রূপচাঁদা মাছ ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে অপহরণ চক্রের দাপট থমকে গেছে জনজীবন
পরবর্তী নিবন্ধমহেশখালী কুতুবদিয়া বাঁশখালীর ১৪৯ জেলে ভারতের কারাগারে