সরফভাটা সমিতি-চট্টগ্রামের আলোচনা সভা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৪ at ১০:২৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার সরফভাটা সমিতিচট্টগ্রামের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (.) উপলক্ষে এক আলোচনা সভা নগরীর একটি কমিউনিটি সেন্টারে গত ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি সামশুল আলম সওদাগরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী এম কেফায়েত উল্লাহর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মাওলানা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক আকতার কামাল চৌধুরী, কাজী একেএম ছাইফু্‌দ্দীন মামুন, মোরশেদ কামাল তালুকদার, জাসেদ চৌধুরী, মোহাম্মদ ইসমাঈল, প্রফেসর মো. হাছান প্রমুখ। শেষে মোনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া করা হয়।

পূর্ববর্তী নিবন্ধশিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা দিতে হবে
পরবর্তী নিবন্ধরামপুর বিএনপির বিক্ষোভ মিছিল